bdvarsity.info - ru_banner
×
Last Updated: 03-March-2023

Rajshahi University (RU) Admission Information 2022 - 2023


News / Notices

  2023-03-03 14:19:29   @notice

RU Admission Notice 2022-2023 / ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

# Application Deadline, Admission Exam Date and Schedule #

Course Name/Category
Apply Deadline
Primary Application Starts: 15 March 2023 (12:00 PM)

Ends: 27 March 2023 (12:00 AM)

Final Application Starts: 09 April 2023 (12:00 PM)

Ends: 15 April 2023 (12:00 AM)

Primary Application Fees 55 BDT
Final Applicatin Fees

A Unit

1320 BDT

B Unit

1100 BDT

C Unit 1320 BDT

Exam Date
Units
Time
9:00 AM - 10:00 AM
11:00 AM - 12:00 PM
1:00 PM - 2:00 PM
3:30 PM - 4:30 PM
29/05/2023 (Monday)
C (Science)
Group-1
Group-2
Group-3
Group-4
30/05/2023 (Tuesday)
A (Humanities)
Group-1
Group-2
Group-3
Group-4
31/05/2023 (Wednesday)
B (Business)
Group-1
Group-2
Group-3
Group-4

# Rules for applying RU #

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতিসহ সকল বিস্তারিত তথ্য admission.ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। নিম্নে বর্নিত পদ্ধতি অনুসরন করে আবেদন করা যাবে।

ওয়েবসাইটের হোম পেজে "Start Preliminary Application" বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার SSC/সমমান এবং HSC/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাবোর্ডের স্থলে প্রযোজ্যক্ষেত্রে Technical-Vocational অথবা Technical-HBM/DIC (Diploma in Commerce অথবা Business Management-এর ক্ষেত্রে), GCE (A লেভেল, O লেভেল) ও BFA এর শিক্ষার্থীরা বোর্ডের স্থলে Others (GCE-A Level/BFA) সিলেক্ট করবে।

সকল তথ্য সঠিক ভাবে পূরণ করে "Submit" বাটনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের পেজ পাওয়া যাবে। কোন আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে "Complain Box"-এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ (প্রয়োজনীয় তথ্যাদি সহ) প্রদান করতে পারবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষন করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।

(ক) মোবাইল নম্বর/ইমেইল ভেরিফিকেশন

আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বর/ইমেইল নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বর/ইমেইল অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে । একই মোবাইল নম্বর/ইমেইল একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। মোবাইল নম্বর/ইমেইল সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন। ভুল তথ্য প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সঠিক মোবাইল নম্বর/ইমেইল প্রদানের পর "Submit"-এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোন/ইমেইল এ একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। প্রাপ্ত কোডটি নির্ধারিত বক্সে লিখে "Verify" এ ক্লিক করলে মোবাইল নম্বর/ইমেইল নিশ্চিত হবে। মোবাইল নম্বর/ইমেইল ভুল হলে "Edit" লিংকে গিয়ে সংশোধন করা যাবে।

(খ) প্রাথমিক আবেদনের ইউনিট সিলেকশন

মোবাইল নম্বর/ইমেইল নিশ্চিত করার পরে প্রার্থীর SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে "Exit"–এ ক্লিক করে তা সংশোধন করে নিতে হবে। আবেদনকারী যে যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক চিহ্ন (আবেদনযোগ্য কোন ইউনিটে পরবর্তীতেও আবেদন করা যাবে) দিয়ে "Submit"-এ ক্লিক দিতে হবে।

(গ) ছবি আপলোড

এই ধাপে আবেদনকারীকে সদ্য তোলা একটি 300×400 পিক্সেল সাইজের স্পষ্ট (Studio quality) রঙ্গিন JPG ফরমেটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ কোন মতেই ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না।

ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে; ব্যাকগ্রাউন্ডে কোন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে, আবেদনের সময় প্রদত্ত ছবিই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের সাহায্যে কোন রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহনযোগ্য হবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোন সংশোধন করা যাবে না।

(ঘ) কোটার তথ্য প্রদান

সঠিকভাবে ছবি আপলোডের পর পরবর্তী পেজে আবেদনকারীকে তার ঈপ্সিত কোটা/কোটাসমূহ (সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে) সিলেক্ট করতে হবে। FFQ-এর আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন (পুত্র/কন্যা, নাতি/নাতনী) –এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ২ মেগাবাইট) একটি মাত্র JPG/PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে।

FFQ-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র এবং প্রার্থীর সাথে সম্পর্ক প্রমানের প্রয়োজনীয় জন্মসনদ পত্র/পত্রসমূহ একটি ফাইল (PDF) –এর মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। সংগৃহীত সকল কাগজপত্র সংরক্ষণ করা হবে।

বিঃ দ্রঃ- ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটার সংশ্লিষ্ট মূল কাগজপত্র সহ প্রয়োজনীয় প্রমানাদি উপস্থাপনে ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল করা হবে।

(ঙ) আবেদনের তথ্য প্রদান সম্পন্নকরন

প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর "Next" বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শিত হবে। কোন তথ্য ভুল থাকলে “Back” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে। “Submit Preliminary Application” বাটনে ক্লিক দিলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদান সম্পন্ন হবে এবং একটি স্লিপ পাওয়া যাবে। উক্ত স্লিপে আবেদনকারীর Application ID, Bill Number এবং ফি এর পরিমাণ (৫৫/- টাকা) মুদ্রিত থাকবে। স্লিপটির নিচের দিকে অবস্থিত “Download Payslip” বাটনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট বা সংরক্ষণ (Save) করা যাবে। এই স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে। OK বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে। প্রাপ্ত Bill Number ব্যবহার করে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

বিভিন্ন ইউনিটের নির্ধারিত আবেদন ফি
Unit Faculty/Institute Application Fee
A Faculty of Arts, Law, Social Science, Fine Arts and Institute of Education and Research (IER) 1320.00
B Faculty of Business Studies and Institute of Business Administration (IBA) 1100.00
C Faculty of Science, Life & Earth Sciences, Agriculture, Engineering 1320.00

স্লিপে প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট এর মাধ্যমে প্রাথমিক আবেদনের ফি (সার্ভিস চার্জসহ ৫৫/- টাকা) নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত (Confirm) করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।

রকেট এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

Step - 1 *322# ডায়াল করতে হবে।
Step - 2 "1. Bill Pay" অপশন সিলেক্ট করতে হবে।
Step - 3 "2. Other" অপশন সিলেক্ট করতে হবে।
Step - 4 "Enter Payer Mobile No." এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে।
Step - 5 "0. Other" অপশন সিলেক্ট করতে হবে।
Step - 6 Enter Biller ID. এর স্থলে '377' টাইপ করতে হবে।
Step - 7 Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।
Step - 8 Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে।
Step - 9 Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে।
Step - 10 Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

ফি প্রদানের পরবর্তী ১ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে হেল্প লাইনে যোগাযোগ করতে হবে।

GCE (A লেভেল, O লেভেল), BFA ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর আবেদনকারীদের ওয়েবসাইটের হোম পেজে "Start Preliminary Application" বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রবেশ করে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য (বোর্ডের স্থলে Others (GCE-A Level/BFA) সিলেক্ট করতে হবে) সহ HSC ও SSC এর সমমান পরীক্ষার মার্কসিটের Scan Copy (প্রতিটির সাইজ অনুর্ধ 1MB) আপলোড করতে হবে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে আবেদনের যোগ্যতার বিষয়টি অবহিত করা হবে। এরপর আবেদনকারীকে উপরে বর্ণিত (১) হতে (৩) নং পদ্ধতি অনুসরন করে আবেদন সম্পন্ন করতে হবে।

# Requirement Of Rajshahi university (RU) Admission #

Minimum Score for Admission
Minimum GPA of SSC
Minimum GPA of HSC (2020/2021)
SSC + HSC

Humanities: 3.00

Business: 3.50

Science: 3.50

Humanities: 3.00

Business: 3.50

Science: 3.50

Humanities: 7.00

Business: 7.50

Science: 8.00

Minimum GPA of GCE 'O'
Minimum GPA of GCE 'A'
O Level + A Level
At least pass five subjects. At least pass two subjects. At least need B grade in four subjects and C grade in three subjects.

# EXAM SUBJECTS AND NUMBER OF QUESTIONS OF RU ADMISSION #

# A Unit Admission Test Subject, Subject Based Number Distribution and Minimum Pass Number #

Admission Test Subject
Number Distribution
Question Type
Time
Bangla
35
MCQ
1 Hours
English
35
General Knowledge
30
Total Number
100
Total Number of Question
80
Pass Number
40
*** সঙ্গীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কাররশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ১০০। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

# B Unit Admission Test Subject, Subject Based Number Distribution and Minimum Pass Number #

# Business Group (Business, Diploma in Commerce):

Admission Test Subject
Number Distribution
Question Type
Time
Bangla
10
MCQ
1 Hours
English
25
Business organization and management
25
Accounting
25
ICT
15
Total Number
100
Total Number of Question
80
Pass Number
40
*** ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এ ভর্তির জন্য MCQ পরীক্ষায় বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের ইংরেজিতে ন্যুনতম ৪০% নম্বর পেতে হবে।

# Non-Business Group (Humanities, Science, Diploma in Engineering):

Admission Test Subject
Number Distribution
Question Type
Time
Bangla
20
MCQ
1 Hours
English
30
General Knowledge
25
ICT
25
Total Number
100
Total Number of Question
80
Pass Number
40
*** ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এ ভর্তির জন্য MCQ পরীক্ষায় বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের ইংরেজিতে ন্যুনতম ৪০% নম্বর পেতে হবে।

# C Unit Admission Test Subject, Subject Based Number Distribution and Minimum Pass Number #

# Science:

Section
Subjects
Number of Question
Number
Total Number
Question Type
Time
A (Required)
Physics
25
1.25
31.25
MCQ
1 Hours
Chemistry
25
31.25
ICT
05
6.25
B (Optional)
Mathematics
25
1.25
31.25
Biology
25
Biology + Mathematics
13 + 12
Total
80
100
Pass Number
40 (A + B = 25 + 10)
1. যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক (A) সহ খ (B) শাখার জীববিদ্যা + গণিত বিষয়ে উত্তর দিবে তারা C; ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ।
2. যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক (A) সহ খ (B) শাখায় শুধুমাত্র গণিত বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র C ইউনিটের গণিত,পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূতত্ত ও খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস্‌ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ।
3. যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক (A) সহ খ (B) শাখায় শুধুমাত্র জীববিদ্যা বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র C ইউনিটের ফার্মেসী, প্রাণরসায়ন ও অথুপ্রাণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ত্রীড়া বিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূতত্ত ও খনিবিদ্যা, জেনেটিক ইই্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এগোনোমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েলেস, ক্রুপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ।

# Non-Science:

Section
Subjects
Number of Question
Number
Total Number
Question Type
Time
A
Bangla
25
1.25
31.25
MCQ
1 Hours
B
English
25
1.25
31.25
C
General Knowledge / Geography / Psychology
30
1.25
37.5
Total
80
100
Pass Number
40
1. যারা অ-বিজ্ঞান শাখায় পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ।
2. অ-বিজ্ঞান গ্রুপের পরীক্ষার্থীদের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভূগোল পঠিত বিষয় থাকবে কেবলমাত্র তারাই ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ।
3. গ (C) শাখায় যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে, যারা মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র মনোবিজ্ঞান এবং যারা সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তারা ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।
* শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিজ্ঞান ও অ-বিজ্ঞান উভয় শাখায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধাক্রমে নির্বাচিতদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং খেলাধুলায় রা: বি: কর্তৃক নির্ধারিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সনদ নম্বরের ভিত্তিতে চুড়ান্ত মেধাতালিকা প্রদান করা হবে। ব্যবহারিক পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার নম্বর = ৩২
* BKSP এর সনদ আছে এমন ভর্তিচ্ছুদের শুধুমাত্র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২০% বিশেষ কোটা সুবিধা থাকবে এবং তাদের ভর্তি পরীক্ষার পাশ নম্বর ২৫

# TOTAL GENERAL SEATS NUMBER OF RAJSHAHI UNIVERSITY (RU) #

# Total General Seats Number of RU "A / KA" Unit #

Faculty
Departments / Institute / Subjects
General Seats Number
Arts
Philosophy
110
History
110
English
100
Bangla
100
Islamic History & Culture
110
Arabic
110
Islamic Studies
110
Theatre
25
Music
30
Persian language and literature
40
Sanskrit
56
Urdu
40
Law
Law
110
Law and Land Administration
50
Social Science
Economy
110
Political Science
110
Social Work
90
Sociology
100
Mass Communication and Journalism
50
Information Science & Library Management
66
Public Administration
60
Anthropology
56
Folklore
66
International Relations
40
Fine Arts
Painting, Oriental Art & Printmaking
45
Ceramics and Sculpture
30
Graphic Design, Crafts & History of Art
45
Institute
Institute of Education and Research
50
Total
2019

# Total General Seats Number of RU "B / KHA" Unit #

Faculty
Departments / Institute / Subjects
General Seats Number
Business
Science
Humanities
Total
Business Studies
Accounting and Information Systems
100
07
03
110
Management studies
85
12
03
100
Marketing
85
22
03
110
Finance
85
12
03
100
Banking and Insurance
50
08
02
60
Tourism and Hospitality Management
25
04
01
30
Institutes
Institute of Business Administration (IBA)
25
20
05
50
Total
455
85
20
560

# Total General Seats Number of RU "C / GA" Unit #

Faculty
Departments / Institute / Subjects
General Seats Number
Science
Mathematics
110
Physics
90
Chemistry
100
Statistics
90
Biochemistry & Molecular Biology
50
Pharmacy
50
Population Science & Human Resource Development
60
Applied Mathematics
80
Physical Education and Sports Sciences
30
Biological Sciences
Psychology
70
Botany
70
Zoology
80
Genetic Engineering & Biotechnology
40
Clinical Psychology
30
Microbiology
30
Agriculture
Agronomy and Agricultural Extension
56
Crop Science and Technology
56
Engineering
Applied Chemistry & Chemical Engineering
70
Computer Science & Engineering
50
Information & Communication Engineering
46
Materials Science and Engineering
50
Electrical and Electronic Engineering
50
Geosciences
Geography & Environmental Studies
76
Geology & Mining
60
Fisheries
Fisheries
50
Veterinary & Animal Sciences
Veterinary & Animal Sciences
50
Total
1594

# Seats Number of Non-Science Students

  • Physical Education and Sports Sciences: 16
  • Geography & Environmental Studies: 10
  • Psychology: 22

CONTACT

Lets get in touch. Send us a message:

Chittagong, Bangladesh

Phone: +8801993627604

Email: support@bdvarsity.info