bavarsity.info - navy banner
×
Last Update Date: 19/02/2023

Bangladesh Navy Join/Admission Information 2022-2023



bdvarsity.info - officer cadet


Officer Cadet Batch - 2024A


bdvarsity.info - officer cadet


Officer Cadet (Direct Entry)

# Application Deadline, Admission Exam Date and Schedule #

Course Name/Category
Registration Fees
Apply Deadline
Officer Cadet Batch - 2024A 700 BDT Starts: 20 February 2023

Ends: 25 April 2023

# Notices / Results #

  19-02-2023   @notice

2024A Officer Cadet Batch (Male & Female) Application is Open

# How to Apply #

আবেদনকারী প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পাশে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে ।

আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে । এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card American Express) এবং মোবাইল ব্যাংকিং (যেমন- বিকাশ, রকেট, t-cash, নগদ, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, গ্যামেক্স) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার, Form Commission - 1A (পূরণকৃত আবেদন ফর্ম) এবং Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল-আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে। যদি কোন প্রার্থী উক্ত কল-আপ লেটার ও Form ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও Tracking নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় Sign In করে আবেদপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

# REQUIREMENT OF OFFICER CADET BATCH - 2024A #

বয়স :

০১ জুলাই ২০২৪ তারিখে ১৬ 1/2 বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক মান (ন্যূনতম) :

# পুরুষ মহিলা
উচ্চতা ১৬২.৫ সেঃ মিঃ (৫'-8") ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫'-২")
ওজন (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে) ৫০ কেজি ৪৭ কেজি
বুকের মাপ স্বাভাবিক ৭৬ লেঃ মিঃ (৩০”)
সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২")
স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮")
সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০")

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম) :

  1. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে ।
    অথবা,
    ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য “ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং 'এ' লেভেলের জন্য ন্যুনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
  2. সশন্ব বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে ।
  3. *** ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

জাতীয়তা : শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

অযোগ্যতা :

  1. সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকুরি হতে বরখান্ত কিংবা অপসারিত হলে ।
  2. আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রীন্ড আউট/ প্রত্যাখ্যাত হলে।
  3. সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে ।
  4. যে কোন বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে ।
  5. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

  • join bangladesh navy
  • join bangladesh navy circular 2023
  • join bangladesh navy mil bd
  • www join bangladesh navy mil bd
  • join bangladesh navy circular 2023
  • www join bangladesh navy
  • join bangladesh navy apply
  • join bangladesh navy circular
  • join bangladesh navy circular 2018
  • bangladesh navy officer cadet circular 2022
  • join bangladesh navy mil bd apply
  • https://joinnavy.navy.mil.bd/
  • navy.mil.bd
  • requirement of navy officer cadet
  • requirement of navy Sailor
  • rjoin bangladesh navy
  • join bd navy
  • join for navy
  • join navy cadets
  • navy bd
  • www join navy

CONTACT

Lets get in touch. Send us a message:

Chittagong, Bangladesh

Phone: +8801993627604

Email: support@bdvarsity.info