বিবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ড নিম্নোক্ত সারণি অনুযায়ী ৮ মধ্যে ন্যূনতম ৫ (পাঁচ) পয়েন্ট থাকতে হবে। এরপর প্রোগ্রামে ভর্তির ফুটবে প্রার্থীর আবেদনপত্র যাচাই বাছাই করা হবে/প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকার অংশগ্রহণ করতে হবে।
০৫ পয়েন্ট গণনার সারণী:
|
|
||
---|---|---|---|
|
|
|
|
|
|
|
|
এসএসসি অথবা সমমান |
|
|
|
এইচএসসি অথবা সমমান |
|
|
|
* ৫ পয়েন্ট স্কেল
প্রথমে osapsnew.bou.ac.bd এই লিংকে ক্লিক করুন। Offered Programs সেকশন এর অধীনে সংশ্লিষ্ট School এ ক্লিক করে সংশ্লিষ্ট প্রোগ্রামের পাশে Apply Now বাটনে ক্লিক করুন। অতঃপর General Information ধাপ যথাযথভাবে পূরন করে Next বাটনে ক্লিক করুন।
Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300*300 pixel, JPG Format) এবং স্ক্যান করা স্বাক্ষর (300*300 pixel, JPG Format) আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করুন।
Academic Information ধাপে শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রযোজ্য ক্ষেত্রে Professional Information ধাপে অভিজ্ঞতা তথ্য সঠিকভাবে পূরণ করে Finish বাটনে ক্লিক করুন। সঠিকভাবে পূরণ করার শেষে আপনার মোবাইলে SMS এবং Email এ Temporary User ID ও Password প্রেরণ বের করা হবে।
আবেদন যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে Proceed to Payment বাটনে ক্লিক করুন এবং প্রদর্শিত Online Payment Gateway System সমূহ থেকে যে কোন একটি মাধ্যমে ফি জমা দিতে হবে। সফলভাবে ফি জমাদান শেষে "Payment has been completed succesfully!" মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে।
অনলাইনে ভর্তি ফি জমাদানের প্রক্রিয়া:
প্রযোজ্য ক্ষেত্রে এডমিট কার্ড পিন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করুন।
Lets get in touch. Send us a message:
Chittagong, Bangladesh
Phone: +8801993627604
Email: support@bdvarsity.info