mbbs_banner - bdvarsity.info
×
Last Update Date: 19/03/2023

Bangladesh Armed Forces and Army Medical College Admission Information 2022-2023



afmc_logo - bdvarsity.info amc_logo - bdvarsity.info


Armed Forces Medical College (25th batch)
&
5 Army Medical College (9th batch)

News / Notices

  2023-02-12 00:22:05   @important

Useful Link:

  2023-03-19 00:22:05   @result

Result of AFMC- 1st Year MBBS Admission Written Test

  2023-02-12 00:22:05   @notice

Circular of MBBS Admission Notice 2022-2023 for Armed Forces Medical College & 05 Amy Medical Colleges

  2023-02-12 00:22:05   @notice

Instruction of MBBS Admission Notice 2022-2023 for Armed Forces Medical College & 05 Amy Medical Colleges

  2023-02-12 00:22:05   @notice

Prospectus of MBBS Admission Notice 2022-2023 for Armed Forces Medical College & 05 Amy Medical Colleges

# Application Deadline, Admission Exam Date and Schedule #

Course Name/Category Apply Deadline
Application starting date Starts: 13 February 2023, Monday, 11:00 AM

Ends: 23 February 2023, Thursday, 11:59 PM

Application fee payment closing date and time Next 24 hours from the time of online application
Admit Card Download 06 March 2023, Monday - 10 March 2023, Friday
Admission Test 11 March 2023, Saturday (3:00 PM to 4.00 PM)
Admissin Fees 1000 /-

# Requirement Of AFMC & AMC Admission #

Category of Medical Cadets:

  • AMC Cadets: After completion of internship training, AMC cadets will have to join Army Medical Corps (AMC) according to the requirement of Bangladesh Army subject to vacancy of the corps and Inter Services Selection Board (ISSB) selection during admission. AMC cadets are exempted from admission fees and tuition fees. But they have to pay caution money, outfit, messing, laundry charges, education assistance, library, games, magazine & sports fee and as per existing rates.
  • AFMC Cadets: They have no compulsion to join AMC. Interested candidates have the opportunity to join AMC like any graduates from other medical colleges recognized by BMDC.

The minimum educational performances are as follows:

Minimum Score for Admission
Category
Minimum GPA of SSC (2019 / 2020)
Minimum GPA of HSC (2021 / 2022)
SSC + HSC
AMC cadet of AFMC
---
Biology : 4.00 GPA : 10.00
AFMC cadet & 5 army medical college cadet of AFMC
---
Biology : 4.00 General : 9.00

Tribals and non-tribals of hill districts : 8.00 ( However, if GPA is less than 3.50 in any exam alone, you will not be considered eligible to apply )

Physical standard:

Category
Height (Minimum)
Weight (Minimum)
Chest (Minimum)
Visual standard
Hearing standard
AMC cadet of AFMC

Male : 1.63 m (5’-4’’)

Female : 1.55 m (5’-1’’)

Male : 54.00 Kg (120 lbs)

Female : 46.00 Kg (102 lbs)

Male :
Normal –76 cm (30’’)
Expanded –81 cm (32’’)

Female :
Normal –71 cm (28’’)
Expanded –76 cm (30’’)

Visual standard 6/6 (± 1.5 D (spherical); ± 1.0 D (cylindrical).

* Colour blind will not be accepted.

Hearing must be within normal limit.
AFMC cadet & 5 army medical college cadet of AFMC
To be fit by a medical board after being selected in written examination.

# AFMC & AMC Admission Test Subjects, Syllabus, Question Type and Number Format #

Subjects
Question Number
Marks
Time
Question Type
Physics
30
30
1 Hour
Written (MCQ)
Chemistry
30
30
Biology
30
30
English
5
5
General Knowledge : Bangladesh history and liberation war
5
5
Total Marks
100

Important Notes :

  • A minimum of 40 marks out of 100 marks should be obtained in the MCQ examination
  • Assessment System : (SSC × 15) + (HSC × 25) + Admession Result.
  • 0.25 marks will be deducted for each wrong answer in MCQ examination
  • Five (05) marks will be deducted from those who have passed HSC and its equivalent examinations in 2021.
  • Eight (8.0) marks will be deducted from those who have passed HSC and its equivalent examinations in 2021 and admitted in any Govt. medical/dental colleges.

# AFMC & AMC Expenses of Study #

Category Fee/Charge
AMC Cadet (In taka)
AFMC cadet
Bangladeshi Cadets (In Taka)
Foreign Cadets ( in US$ )
Children of Combat Personal (Serving & Retired)
Children of employees of Govt/Semigovt/Autonomous bodies(Serving only)
Other citizen of Bangladesh
Admission fee (one time & non-refundable)
Nil
15,000.00
15,000.00
15,000.00
7,500.00
Tuition fee (per month)
Nil
350.00
350.00
350.00
75.00
Caution money (one time & refundable)
1,00,000.00
1,50,000.00
1,50,000.00
2,00,000.00
7,000.00
Outfit charge (per month)
1,700.00
1,700.00
1,700.00
1,700.00
50.00
Messing charge (per month)
8,200.00
8,200.00
8,200.00
8,200.00
185.00
Laundry & allied charges (per month)
450.00
450.00
450.00
450.00
100.00
Education assistance Fee (per month)
1,200.00
1,200.00
1,200.00
1,200.00
50.00
Library, games, magazine & sports fee (yearly)
1,800.00
1,800.00
1,800.00
1,800.00
625.00

# How to Apply #

ইন্টারনেটে ওয়েব ঠিকানায় (http://afmc.teletalk.com.bd) প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান) এর জন্য ও জিসিই (ও/এ/উভয় লেভেল) এর জন্য আলাদা নির্দেশনা রয়েছে।

জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নং, বোর্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে আসবে। জিসিই ও/এ লেভেল-এ পাশ করা প্রার্থীগণকে Directorate General Medical Education, Mohakhali, Dhaka থেকে Equivalence Certificate ও Code সংগ্রহ করতে হবে। অতঃপর নিজ মোবাইল নম্বর ও কোড নং টাইপ করে সাবমিট করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে আসবে।

আবেদন পত্র পূরণ করার সময় মেডিকেল কলেজ পছন্দের ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের দু'টি ক্যাটাগরি (এএমসি ও এএফএমসি ক্যাডেট) হতে যে কোন একটি এবং অবশিষ্ট আর্মি মেডিকেল কলেজগুলোর সবগুলোই পছন্দ করা যাবে। অর্থাৎ একজন প্রার্থী এএমসি/এএফএমসি ক্যাডেটসহ সর্বোচ্চ ৬টি মেডিকেল কলেজ পছন্দ করতে পারবেন।

আবেদনপত্র পূরণের জন্য টাইপ ও অপসন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথি সংযুক্ত করতে হবে। ছবি: সদ্য তোলা (৩০০*৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে)। স্বাক্ষর: ৩০০৮০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে।

আবেদনপত্র পুরণ সঠিক ভাবে সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা আসবে (Student’s copy) যার প্রিন্ট নেওয়া ও পিডিএফ ফাইল সংরক্ষণ করা যাবে। আবেদনপত্র পূরণ করার পর প্রাপ্ত User ID পরবর্তীতে টাকা প্রদান ও কেন্দ্র নির্বাচনে প্রয়োজন হবে বিধায় সংরক্ষণ করতে হবে।

Parent’s Particulars সঠিকভাবে পুরণ করতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযোদ্ধা তথ্যাদি আবেদনপত্র অনুযায়ী পূরণ করতে হবে।

উপজাতীয় কোটায় আবেদনকারীদের আবেদনের শুরুতে টিকমার্ক দিয়ে ফরম পূরণ করতে হবে।

নির্দেশিত পদ্ধতিতে প্রার্থীকে আবেদনপত্র পূরণের ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী কর্তৃক ভর্তি প্রক্রিয়ার আনুষঙ্গিক খরচ বাবদ ১০০০/- (এক হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। তবে প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের ফি প্রদান প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের পছন্দের সেনানিবাস SMS এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। সেনানিবাসের কোডগুলি নিন্নরূপঃ

কোড
সেনানিবাস কেন্দ্র
সর্বোচ্চ পরীক্ষার্থী ধাঁরণ ক্ষমতা
১১১
ঢাকা সেনানিবাস
২৮১০০০ আসন
১২১
চট্টগ্রাম সেনানিবাস
8,০০০ আসন
১২২
কুমিল্লা সেনানিবাস
৩,০০০ আসন
১২৩
যশোর সেনানিবাস
২,৮০০ আসন
১২৪
বগুড়া সেনানিবাস
৩,৬০০ আসন
১২৫
রংপুর সেনানিবাস
৫,০০০ আসন

আবেদনপত্রের ফি জমা প্রদানের পর কোন আবেদনকারী পুনরায় আবেদন অথবা আবেদনের ক্যাটাগরী পরিবর্তন (এএমসি হতে এএফএমসি ক্যাডেট বা এএফএমসি হতে এএমসি ক্যাডেট) অথবা তথ্য পরিবর্তন বা কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না। তবে শুধুমাত্র User ID ও Password ব্যবহার করে কলেজ পছন্দের ক্রমধারা পরিবর্তন করা যাবে।

কেন্দ্র নিবচিন ও ফি প্রাদান প্রক্রিয়া :

CONTACT

Lets get in touch. Send us a message:

Chittagong, Bangladesh

Phone: +8801993627604

Email: support@bdvarsity.info