News / Notices |
---|
2023-02-12 00:22:05 @importantUseful Link:
|
Course Name/Category | Apply Deadline |
---|---|
Application starting date |
Starts: 13 February 2023, Monday, 11:00 AM
Ends: 23 February 2023, Thursday, 11:59 PM
|
Application fee payment closing date and time | Next 24 hours from the time of online application |
Admit Card Download | 06 March 2023, Monday - 10 March 2023, Friday |
Admission Test | 11 March 2023, Saturday (3:00 PM to 4.00 PM) |
Admissin Fees | 1000 /- |
Category of Medical Cadets:
The minimum educational performances are as follows:
|
||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
Physical standard:
|
|
|
|
|
|
---|---|---|---|---|---|
AMC cadet of AFMC |
Male : 1.63 m (5’-4’’) Female : 1.55 m (5’-1’’) |
Male : 54.00 Kg (120 lbs) Female : 46.00 Kg (102 lbs) |
Male : Female : |
Visual standard 6/6 (± 1.5 D (spherical); ± 1.0 D (cylindrical). * Colour blind will not be accepted. |
Hearing must be within normal limit. |
AFMC cadet & 5 army medical college cadet of AFMC |
|
|
|
|
|
|
---|---|---|---|---|
Physics |
|
|
|
|
Chemistry |
|
|
||
Biology |
|
|
||
English |
|
|
||
General Knowledge : Bangladesh history and liberation war |
|
|
||
|
|
Important Notes :
|
|
|
|||
---|---|---|---|---|---|
|
|
||||
|
|
|
|||
Admission fee (one time & non-refundable) |
|
|
|
|
|
Tuition fee (per month) |
|
|
|
|
|
Caution money (one time & refundable) |
|
|
|
|
|
Outfit charge (per month) |
|
|
|
|
|
Messing charge (per month) |
|
|
|
|
|
Laundry & allied charges (per month) |
|
|
|
|
|
Education assistance Fee (per month) |
|
|
|
|
|
Library, games, magazine & sports fee (yearly) |
|
|
|
|
|
ইন্টারনেটে ওয়েব ঠিকানায় (http://afmc.teletalk.com.bd) প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি/সমমান
ও এইচএসসি/ সমমান)
এর জন্য ও জিসিই (ও/এ/উভয় লেভেল) এর জন্য আলাদা নির্দেশনা রয়েছে।
জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রোল নম্বর,
রেজিস্ট্রেশন নং, বোর্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে আসবে। জিসিই ও/এ লেভেল-এ
পাশ করা প্রার্থীগণকে Directorate General Medical Education, Mohakhali,
Dhaka থেকে Equivalence Certificate ও Code সংগ্রহ করতে হবে। অতঃপর নিজ মোবাইল নম্বর ও
কোড নং টাইপ করে সাবমিট করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে আসবে।
আবেদন পত্র পূরণ করার সময় মেডিকেল কলেজ পছন্দের ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিকেল
কলেজের দু'টি ক্যাটাগরি (এএমসি ও এএফএমসি ক্যাডেট) হতে যে কোন একটি এবং অবশিষ্ট আর্মি
মেডিকেল কলেজগুলোর সবগুলোই পছন্দ করা যাবে। অর্থাৎ একজন প্রার্থী এএমসি/এএফএমসি ক্যাডেটসহ
সর্বোচ্চ ৬টি মেডিকেল কলেজ পছন্দ করতে পারবেন।
আবেদনপত্র পূরণের জন্য টাইপ ও অপসন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথি সংযুক্ত করতে হবে।
ছবি: সদ্য তোলা (৩০০*৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে)।
স্বাক্ষর: ৩০০৮০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে।
আবেদনপত্র পুরণ সঠিক ভাবে সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা
আসবে (Student’s copy) যার প্রিন্ট নেওয়া ও পিডিএফ ফাইল সংরক্ষণ করা যাবে। আবেদনপত্র পূরণ করার
পর প্রাপ্ত User ID পরবর্তীতে টাকা প্রদান ও কেন্দ্র নির্বাচনে প্রয়োজন হবে বিধায় সংরক্ষণ করতে হবে।
Parent’s Particulars সঠিকভাবে পুরণ করতে হবে।
মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযোদ্ধা তথ্যাদি আবেদনপত্র অনুযায়ী পূরণ করতে হবে।
উপজাতীয় কোটায় আবেদনকারীদের আবেদনের শুরুতে টিকমার্ক দিয়ে ফরম পূরণ করতে হবে।
নির্দেশিত পদ্ধতিতে প্রার্থীকে আবেদনপত্র পূরণের ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী কর্তৃক ভর্তি প্রক্রিয়ার
আনুষঙ্গিক খরচ বাবদ ১০০০/- (এক হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে
পাঠাতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। তবে প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে
পারবেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের ফি প্রদান প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের পছন্দের সেনানিবাস
SMS এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। সেনানিবাসের কোডগুলি নিন্নরূপঃ
|
|
|
---|---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
আবেদনপত্রের ফি জমা প্রদানের পর কোন আবেদনকারী পুনরায় আবেদন অথবা আবেদনের
ক্যাটাগরী পরিবর্তন (এএমসি হতে এএফএমসি ক্যাডেট বা এএফএমসি হতে এএমসি ক্যাডেট) অথবা তথ্য
পরিবর্তন বা কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না। তবে শুধুমাত্র User ID ও Password ব্যবহার করে
কলেজ পছন্দের ক্রমধারা পরিবর্তন করা যাবে।
কেন্দ্র নিবচিন ও ফি প্রাদান প্রক্রিয়া :
Message অপসনে গিয়ে AFMC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রমানুসারে দুইটি সেন্টার কোড কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরন AFMC < Space> YES < Space> PIN < Space> 111,121 লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। এখানে ১১১ ও ১২১ যথাক্রমে ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাস পরীক্ষা কেন্দ্র। এই SMS পাবার পর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।
Lets get in touch. Send us a message:
Chittagong, Bangladesh
Phone: +8801993627604
Email: support@bdvarsity.info